কুষ্টিয়া হাইওয়ে পুলিশ আস্থাভাজন ও নজরদারিতে নিরলস কাজ করছে

কুষ্টিয়া প্রতিনিধি : আস্থাভাজন হিসেবে নিরলস কাজ করছে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ। এমনি একটি কাজ করে নজির সৃষ্টি করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রেজাউল করিম। গত ২০শে অক্টোবর রবিবার, দিবাগত রাতে কুমারখালী কৃষি কর্মকর্তার স্ত্রী শ্রীমতী পপি সরকার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের লক্ষীপুর সংলগ্ন জোরা ব্রিজ এর পার্শে সড়ক দুর্ঘটনার শিকার হন বলে জানা যায়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করেন। একটু সুস্থতা অনূভব করলে শ্রীমতী পপি সরকার জানান , ঘটনাস্থলে তার সাথে থাকা ব্যাগ ফেলে রেখে এসেছে। তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রেজাউল করিম তার টিমকে নিয়ে ঘটনা স্থলে পৌছায়।

মাত্র দুই ঘন্টার ব্যবধানে হারানো ব্যাগটিতে থাকা সমস্থ জিনিসপত্র অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় তারা। হারানো ব্যাগের মধ্যে ছিল নগদ ১২৫০০ টাকা, একটি ১ ভরি ওজনে চেইন, ১.৫ ভরি ওজনের হাতের বালা সহ আরো অনেক সামগ্রী। পরর্বতীতে শ্রীমতী পপি সরকারের স্বামী সহ নিজ পরিবার বর্গের হাতে সমস্থ জিনিসপত্র অক্ষত অবস্থায় বুঝিয়ে দেন। এছারা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার, সার্বক্ষণিক তৎপরতা ও নজরদারি জোরদার পূর্বক তা সম্ভব হয়েছে বলে জানান ,কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রেজাউল করিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *