খেলার খবর : রিয়াল মাদ্রিদে চরম অস্বস্তিতে রয়েছে সাবেক ফরাসি তারকা কোচ জিনেদিন জিদান। এমনকি সেখানে তার চাকরি নিয়ে ‘টানাটানি পড়ে গেছে’ বলে দাবি করেছে স্পেনের বেসরকারি টেলিভিশন লা সেক্সতা।
টেলিভিশনটির উপস্থাপক জোসেপ পেডেরল ‘এল চিরিগিনতো’ নামের একটি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে এই খবর দেন।
পেডেরল বলেন, ‘রিয়ালে জিদানের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। টানাটানি চলছে চাকরি নিয়ে।’
তিনি জানান, রিয়ালের কর্মকর্তারা মনে করছেন ‘কোচের বার্তা এই মৌসুমে ফলপ্রসূ হচ্ছে না।’
লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল এখন দুই নম্বরে। প্যারিসে হার এবং ব্রুগের বিপক্ষে ‘ড্র’ করার পর চাপে আছে তারা।
এই মৌসুমে রিয়ালের খেলায় সেই আগের মতো ধার খুঁজে পাওয়া যাচ্ছে না। দল জিতলেও দাপট উধাও।
এর আগেও এক দফায় রিয়ালের কোচ ছিলেন জিদান। সেবার ছেড়ে যাওয়ার ১০ মাস পর দ্বিতীয় দফায় কোচ হয়ে ক্লাবটিতে ফিরে আসেন।
সূত্র: ম্যানেজিং মাদ্রিদ