
বেনাপোল প্রতিনিধি : পুটখালী সীমান্তে ১৪২ বোতল ফেনসিডিল সহ আল আমিন (১৯)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার রাত ৯টার সময় তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজি এম এস জানান, পুটখালী ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল সহ আল আমিন কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।