কুষ্টিয়াতে জাতীয়তাবাদী কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াতে জাতীয়তাবাদী কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতীবার সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে
সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রিয় কৃষকদলের যুগ্ম
আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি
বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী রুমী বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষের
মতপ্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু
নির্বাচন দাবিতে বিএনপির চলমান আন্দোলন চলবে। তিনি আরো বলেন, আমরা
গণতন্ত্রের জন্য লড়াই করে যাব। যতদিন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও
বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে, যতদিন গণতন্ত্রের নেত্রী খালেদা
জিয়া মুক্ত না হবেন, ততদিন জাতীয়তাবাদী দল মানুষের সঙ্গে থাকবে এবং
আন্দোলন করবে। তিনি বলেন, কৃষকদল বাংলাদেশের একটি বৃহৎ দল। এ দলকে ছোট
করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে কৃষকদলের
নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে কৃষক তার উৎপাদিত
পণ্যের নায্য মূল্য হতে বঞ্চিত। কিন্তু কৃষি উপকরনের মূল্য প্রতিদিনই
বাড়ছে। যার কারনে কৃষক দিনকে দিন নিষ্য হয়ে যাচ্ছে। কৃষকের ভাগ্যের
উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ সোহরাব
উদ্দিন বলেন, মানুষ এই নৈশভোজের সরকারের অপসারণ চায়। এই সরকারের অপসারণ
ব্যতীত কখনোই এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আজকে বিচার আছে, বিচার
বিভাগের স্বাধীনতা নাই। দেশে আইন আছে আইনের যথাযথ প্রয়োগ নাই। সরকারের
মামলা হামলার ভয়ে আমরা এমনি তো আধামরা হয়ে গেছি। কিছু হলেই মামলা দিবেন।
কিন্তু এই ভয় হুমকি-ধামকি বেশিদিন চলবে না। বেশিদিন এটা মানুষ মানবে না।
বাংলাদেশের জনগণ এটাকে ভালো চোখে দেখছে না। জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক
ইবাদত আলীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির
সভাপতি আব্দুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম, মিরাজুল
ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খন্দকার
শাসুজাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কৃষকদল কেন্দ্রীয়
কমিটির অন্যতম সদস্য মীর মমিনুর রহমান সুজন, খোকসা পৌর বিএনপির সাধারণ
সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক
আল কামাল মোস্তফা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনসার আলী, সদর থানা
কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোকারম হোসেন মোকা, শহর
কৃষকদলের সভাপতি বাবলা আমিন চৌধুরী, মিরপুর থানা কৃষকদলের সভাপতি আনসার
আলী, কুমারখালী থানা কৃষকদলের সাধারন সম্পাদক প্রভাষক হারুনর রশীদ,
দৌলতপুর থানা কৃষকদলের সাধারন সম্পাদক ফরজ উল্লাহ, সদর থানা কৃষকদলের
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, কৃষক নেতা খন্দকার
শামসুজ্জোহা লাল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক
নুরুল ইসলাম আসাদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
রোকনুজ্জামান রাসেল। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের সদস্য,
জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক আবু মোহাম্মদ
নুরুদ্দিন ভিপি নুরু, ভেড়ামারা বিএনপির নেতা মনিরুল ইসলাম মনিরুল সহ
কৃষকদলের সকল থানার সভাপতি ও সাধারন সম্পাদক সহ জেলা বিএনপি ও অঙ্গ
সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *