
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত: সাঈদ সর্দারের ছেলে মুজিবর রহমান (৩০), একই গ্রামের মৃত: জানে আলম কবিরাজের ছেলে নজরুল ইসলাম নজু (৩২), আব্দুল ওহাব কারিগরের ছেলে তৈহিদ কারিগর (৩৫), মৃত: আলতাব গাজীর ছেলে আলামিন (২৫), আক্কাস আলীর ছেলে এনামুল হক কালাই (২৪), মৃত: অহেদ আলী সর্দারের ছেলে রহমত আলী সর্দার (২৮) ও ছোট আঁচড়া গ্রামের মৃত: আছের আলী গাজীর ছেলে রাজু হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদেরকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।