১ নভেম্বর কার্যকর হচ্ছে সড়ক পরিবহন আইন

ন্যাশনাল ডেস্ক : বহুল আলোচিত ও প্রত্যাশিত সড়ক পরিবহন আইন-২০১৮ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ১ এর উপধারা (২) এ দেয়া ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর তারিখকে আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করলো।
এর আগে গেল বছরের ৮ অক্টোবর সড়ক পরিবহন আইন-২০১৮ এর গেজেট জারি করা হলেও পরিবহন মালিক ও শ্রমিকদের বাধার মুখে তা কার্যকর হয়নি।
২০১৭ সালের ২৭ মার্চ সড়ক পরিবহন আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
২০১৮ সালের ২৯ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *