ভারতের পশ্চিমবঙ্গ তৃতীয় ,নারী নির্যাতনে

অনলাইন ডেস্ক : ভারতের নারী নির্যাতনের ক্ষেত্রে তিন নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। যেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ তালিকায় শীর্ষে আছে দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। আর দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) প্রকাশিত প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে শুক্রবার (২৫ অক্টোবর) এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভিএইটিন।

এনসিআরবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ভারতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ লাখ ৫৯ হাজার ৮৪৯টি। যার মধ্যে উত্তরপ্রদেশে ঘটেছে ৫৬ হাজার ১১টি। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৩১ হাজার ৯৭৯টি। আর ৩০ হাজার ২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে।

এছাড়া ভারতে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ধরে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে আরও উল্লেখ আছে  ২৭ দশমিক ৯ শতাংশ নারীর ওপর অত্যাচার করেছে স্বামী ও নিকটাত্মীয়রা। আবার এই নারী নিগ্রহের ঘটনার মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ২১ দশমিক ৭ শতাংশ। অপহরণের ঘটনা ঘটেছে ২০ দশমিক ৫ শতাংশ এবং ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *