অনলাইন ডেস্ক : হ্যাকিং বলতে কি বুঝায় সেটা এখন সবাই জানে। আজকাল সবাই কম-বেশি এই হ্যাকিং বিড়ম্বনার স্বীকার। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে যা যা করতে হবে জেনে নিন
আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে আছে নাকি তা দেখার জন্য হোয়ার ইউ আর লগড ইন অপশনে ক্লিক করতে হবে। যদি দেখেন অন্য কেউ আপনার আইডিতে লগইন করেছে তাহলে জলদি পাসওয়ার্ড পাল্টে ফেলুন নতুবা হারিয়ে ফেলতে পারেন আইডির নিয়ন্ত্রণ।
ফেসবুক হেল্প সেন্টার অপশনে গিয়ে সিকিউরিটি-আই অপশন থেকে রিপোর্ট করুন যে আপনার আইডি হ্যাক হয়েছে।
অনেক সময়ই আমরা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে নানা অ্যাপ ব্যবহার করি এইসব অ্যাপ আমাদের কাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। এ সকল অ্যাপ চোখে পড়লেই ডিলিট করে দিন কারণ অ্যাপগুলো ব্যবহার করে হ্যাকার ব্যক্তিগত চুরি করে নিয়ে যায়।
অপ্রয়োজনে ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু রাখা যাবে না। কারণ এই মাধ্যমগুলো ব্যবহার করে হ্যাকররা ফোনে অ্যাকসেস করার চেষ্টা করে।
নিরাপত্তা জোরদার করতে টু-স্টেপ অথেনটিকেশন ব্যবহার করুন।
বছরে অন্তত ২ বার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং পাসওয়ার্ডে অক্ষর চিহ্ন সংখ্যা প্রভৃতি ব্যবহার করুন।
ব্রাউজারে ব্রাউজ করার সময় এইচটিটিপিএস এভরিহোয়্যার টুলটি ব্যবহার করুন। এই টুলটি সকল তথ্য এনক্রিপ্ট করে রাখে।
ওয়াই-ফাই সেটআপের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার না করে নতুন পাসওয়ার্ড দিন।
অচেনা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা থেকে বিরত থাকুন।