ন্যাশনাল ডেস্ক : সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স। এ সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ৩৪ দশমিক ৮৬ শতাংশ। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
মুন্নু জুট স্ট্যাফলার্স কোম্পানিটি সর্বশেষ ৯১০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৩৮ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা দৈনিক গড়ে ৭ কোটি ৭১ লাখ ৬৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে আছে সাফকো স্পিনিং মিলস। এ সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ২২ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা দৈনিক গড়ে ৬৬ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
তৃতীয় স্থানে আছে স্ট্যান্ডার্ড সিরামিক। এ সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ২১ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি শেয়ার সর্বশেষ ৪০৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৩১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা দৈনিক গড়ে ৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়াও দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো – সিভিও পেট্রোকেমিক্যাল, মিথুন নিটিং, স্ট্যাই্ল ক্রাফট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ন্যাশনাল টিউবস ও জেনারেশন নেক্সট।