গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে নানামুখী সমস্যা, নতুন ভবন নির্মানের দাবী

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানী মাধ্যমিক বিদ্যালয়টি নানামুখী সমস্যায় জর্জরিত হলেএ দেখভালের কোন ব্যাবস্থা নেই।
১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করাহয়। বর্তমানে এর ছাত্রছাত্রীর সংখ্যা ৬৭৫ জন।
নির্মান নিচের টা ১৯৯৮ সালে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করাহয়। যায়গা সংকুলোন না হওয়ায় ২০০৪ সালে উপরে আর একটি ভবন নির্মিত হয়। নির্মানের ২১ বছর পরে নিচতলার ভবনের
প্লাষ্টার উঠে গেছে । পিলার ধসে গেছে। অবস্থা নাজুক। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে ভবন।বিঞ্জান ভবনের ছাদ নষ্ট, দীতিয় তলার ছাদেরও একই অবস্থা। অফিসরুমের টিনসেড উড়েগেছে গতবারের ঝড়ে। মেরামতের কোন উদ্যোগ নেই। সম্প্রতি উপজেলা প্রকৌশলী জহরুল ইসলাম বিদ্যাল পরিদর্শনে আসেন। তিনি বলেছেন ১০ লাখ টাকার একটা বরাদ্দ তিনি করে দেবেন। কিন্তু এত অল্প বাজেটে বিদ্যালয়েরর কোন সমস্যার সমাধান হবেনা। প্রধান শিক্ষক মুনছুর আলী দাবী করেন নতুন ভবনটি ৪ তলা করাসহ পুরোনো নড়বড়ে ভবনটি আশু সংস্কার প্রয়োজন। এছাড়াও শ্রেনী কক্ষে বেঞ্চের প্রয়োজন। তিনি এব্যাপারে মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *