বাংলাদেশ পাকিস্তানকে উড়িয়ে দিল

খেলার খবর : একই দিনে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও বাংলাদেশ ইমার্জিং নারী দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় নারী দলের কাছে হারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মেয়েরা। তবে কলম্বোর নেভি গ্রাউন্ডে পাকিস্তান ইমার্জিং টিমকে উড়িয়ে দেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল।

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে আগে ব্যাট করে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৮১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইমার্জিং টিম। আর ম্যাচটি ৬৫ রানে জিতে নেয় আগামীর সালমা-জাহানারারা।

আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ওপেনিং জুটিতে ৬০ রান আসে বাঘিনীদের। ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার মুরশিদা খাতুন। আউট হওয়ার আগে ১১২ বল থেকে করেন ৬৯ রান। যদিও মুরশিদা বিদায় নেওয়ার পর চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

শেষ দিকে আবারও জুটি মেরামতের দায়িত্ব নেন ফাহিমা খাতুন। ৪৭ বলে অপরাজিত ৩৪ রান যোগ করেন তিনি। তাকে সঙ্গ দেন নাহিদা। তবে খুব বেশিদূর এগোতে পারেননি নাহিদা। ১০ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। পাকিস্তানের হয়ে বল হাতে আলো ছড়ান ফাতিমা সানা খান। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচায় তুলে নেন ২ উইকেট। ২ উইকেট শিকার করেন সাঈদা শাহও। বৃথা হাত ঘোরাননি তুবা হাসান।

বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে তিনটি করে উইকেট দখলে নেন শায়েলা শারমিন ও রাবেয়া। দুই উইকেট ঝুলিতে পুরেন নাহিদা আক্তার। এছাড়া খালি হাতে ফেরেননি মুমতা হেনা হাসনাত ও ফাহিমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ইমার্জিং নারী দল : ৪৮ ওভারে ১৮১/৮ (মুরশিদা ৬৯, ফাহিমা ৩৪*, তানজিম ২০; সাঈদা ২/৩৫, ফাতিমা ২/৩৯, তুবা ১/২৩)

পাকিস্তান ইমার্জিং নারী দল : ৪৩.৪ ওভারে ১১৬/১০ (মুনেবা ২৭, হুরাইনা ২৩, জারিয়া ১৬, তুবা ২১, ফাতিমা ১৬; রাবেয়া ৩/৫, শারমিন ৩/২০, নাহিদা ২/১৬, মুমতা হেনা ১/২৮)

ফল : বাংলাদেশ ৬৫ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *