Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাবর শিখতে চান কোহলির কাছ থেকে

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি সরফরাজকে হটিয়ে টি-টুয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে বাবর আজমকে। প্রথম পরীক্ষায়ই কঠিন প্রতিপক্ষ পাচ্ছেন বাবর। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাবরের অধিনায়কত্বের অধ্যায়।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরই অধিনায়কত্ব কেড়ে নেয়া হয় সরফরাজের। তবে সে সিরিজ সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবরও জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচে তিনি করেছেন যথাক্রমে ১৩, ৩ ও ২৭ রান। তারপরও বাবরের ওপরেই আস্থা রেখেছেন মিসবাহ।

শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতা নিয়ে বাবর বলেন, ‘আমি প্রতি ম্যাচেই আমার ১২০% দেওয়ার চেষ্টা করি। বলার অপেক্ষা রাখে না, সিরিজটা আমাদের সবার জন্যই জঘন্য কেটেছে। ফর্মে ওঠানামা থাকেই। এমন নয় যে বাড়তি দায়িত্বের জন্য খারাপ করেছি। আমি সব সময় যেভাবে খেলি, সেভাবেই খেলে যাব। আমি নিশ্চিত, রান আসা শুরু হবে আবারও।

এছাড়া কোহলি ও উইলিয়ামসনকে বর্তমানের সেরা অধিনায়ক আখ্যা দিয়েছেন বাবর। তাদের কাছে শেখার আশা ব্যক্ত করে তিনি বলেন দলীয় পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও যাতে ভালো হয়  সে দিকে নজর থাকবে আমার। এখন যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের কাছ থেকে শিখতে চাই আমি। তারা একই সঙ্গে দলকেও নেতৃত্ব দেয়  নিজেদের পারফরম্যান্সও নামতে দেয় না। ওটাই শিখতে হবে আমাকে। আমি চেষ্টা করব ওদেরকে ছাপিয়ে যেতে।

Exit mobile version