অনলাইন ডেস্ক : ইরাকে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২০০০ আন্দোলনকারী।
শনিবার (২৬ অক্টোবর) ইরাকের হাইকমিশন অন হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে এ খবর জানিয়েছে স্কাই নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর গুরুতর আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রাজধানী বাগদাদে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ক্যানেস্তারার আঘাতে প্রাণ হারিয়েছেন দুই আন্দোলনকারী। এছাড়াও ইরাকের দক্ষিণাঞ্চলের আমারা শহরে শক্তিশালী মিলিশিয়া বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন আরও ১২ জন আন্দোলনকারী।
প্রসঙ্গত কর্মসংস্থান বাড়ানো সরকারি সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি বন্ধের দাবিতে অক্টোবরের ১ তারিখ থেকে ইরাকে আন্দোলন শুরু হয়।