ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার গোগা সীমান্তে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়ারুল ইসলাম (৩৮) নামে এক মাদক পাচারকারি বিজিবির হাতে আটক হয়েছে। ধৃত জিয়ারুল শার্শার রুদ্রপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে
খুলনা ব্যাটালিয়নের ( ২১ বিজিবি) গোগা বিজিবি ক্যাস্প কমান্ডার নায়েব সুবেদার ফুলমিয়া জানান গোপন খবরের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় জিয়ারুলকে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের সামনে থেকে পুরোনো বাই সাইকেল সহ আটক করাহয়। পরে তার স্বীকারোক্তিতে বাই সাইকেলের সীটের নিচ থেকে ৫৮০ পিচ ইয়াবা উদ্ধার
করাহয়।আটককৃত ইয়াবার মুল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
তার বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন।