যশোর এমএম কলেজ ক্যাম্পাস দীপাবলীর আলোক উৎসবে আলোকিত

যশোর প্রতিনিধি : রোববার দিপান্বিতা অমাবস্যা তিথির গভীররাতে আনুষঙ্গিক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামাপূজা সম্পন্ন হয়েছে। একইসাথে অনুষ্ঠিত হয় অলক্ষ্মীপূজা শেষে শ্রীশ্রী লক্ষ্মীপূজা। এছাড়া অমাবস্যার এ তিথিতে যশোরে দীপাবলী বা দীপদান তথা আলোক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আনয়নে ভক্তবৃন্দ এ মহাশক্তির বন্দনা করা হয়। ভক্তদের বিশ্বাস মহাশক্তির আরাধনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে অন্ধকার থেকে আলোর পথ সুগম হয়। শাস্ত্রীয় মতে, ভূতচতুর্দশীর পর অমাবস্যার পূর্ণতিথিতে গভীররাতে উৎসাহ-উদ্দিপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের সাথে যশোরেও অনুষ্ঠিত হয় এ মহাশক্তির বন্দনা।

এদিন সন্ধ্যায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে আলোক উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন বিদ্যার্থী সংসদ মাইকেল মধুসূদন কলেজ শাখার উদ্যোগে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ আত্মবিভানন্দ মহারাজ। এরপর ১০৮টি প্রদীপ ও ১ হাজার ৮টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আলোকিত করা হয় কলেজ প্রাঙ্গণ।

আলোক উৎসবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহীউদ্দীন, সিটি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ দেবনাথ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অমলেন্দু বিশ্বাস, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক নিতীশ চন্দ্র কর্মকার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহুয়া রায়, অর্থনীতি বিভাগের প্রভাষক মাম্পী রানী সিংহ, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের প্রধান সমন্বয়ক বিজন চৌধুরী, সমন্বয়ক আশীষ বিশ্বাস, বিশ্বজিৎ মজুমদার, সনাতন বিদ্যার্থী সংসদ মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি অভিজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *