Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চীনে ,যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ধনী

Pic shows: A Chinese couple who wanted to have the most expensive wedding convoy possible. A Chinese couple who wanted to have the most expensive wedding convoy possible arranged for a convoy of top of the range cars including a stretch Hummer followed by Lamborghinis, Porsches and other VIP motors. And to make sure that the crowds lining the street were suitably large, they also hired a team of volunteers to give away tiny sealed envelopes containing various amounts of cash to passers-by who queued to watch what was going on. Pictures show the convoy of cars stretching down the street in the city of Dongguan in central China's Guangdong province, with the enthusiastic waving crowd clutching the envelopes containing the cash and wishing the happy couple good luck. Chinese media that reported extensively about the procession said the pair were both in their mid-20s, and decided they wanted to have an eye-catching ceremony so that everyone else could share in their happy day. The couple were not named but the husband is reportedly the multimillionaire owner and manager of an e-commerce company that apparently only started trading a year ago. In an interview with local media the unnamed groom said: "I only started trading recently and we had a huge financial windfall, and I wanted to make everyone shared in my good fortune to bring luck for me and my bride in our future life together." The envelopes contained amounts ranging between the equivalent of 1 GBP and 10 GBP, a relatively large amount by Chinese standards and guaranteeing an enthusiastic reception for the bride and groom. It also guaranteed extensive local coverage, sparking rumours that the couple were not getting married at all, and in fact it was just an elaborate PR stunt for a local company looking to grab headlines and promote their name. (ends)

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর কাতারে এখন মার্কিনদের চেয়ে চীনাদের সংখ্যাই বেশি। সম্প্রতি ক্রেডিট সুসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ক্রেডিট সুসির বৈশ্বিক সম্পদ প্রতিবেদন-২০১৯-এ বলা হয়েছে, চীনা ধনীদের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর কাতারে চীনাদের সংখ্যা ১০ কোটি। তবে মার্কিনরাও খুব একটা পিছিয়ে নেই। এই কাতারে তাদের সংখ্যা ৯ কোটি ৯০ লাখ।

অবশ্য মিলিয়নেয়ারের (ডলারে) সংখ্যা যুক্তরাষ্ট্রেই বেশি। দেশটিতে এ সংখ্যা এখন ১ কোটি ৮৬ লাখ। আর চীনাদের মধ্যে মিলিয়নেয়ার আছেন ৪৪ লাখ জন। তবে চীনে মিলিয়নেয়ারের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন সুদহার ও রিপাবলিকান সরকারের কর হ্রাসের কারণে টানা ১১ বছর ধরে মার্কিন ধনী নাগরিকের সংখ্যা বাড়ছে।

চীন ভালো করলেও সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ধরতে পারছে না। গড়পড়তা একজন মার্কিন নাগরিক চীনা নাগরিকের চেয়ে এখনো অনেক বেশি সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ ৪ লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার। আর চীনাদের বেলায় তা মাত্র ৫৮ হাজার ৫৪৪ ডলার।

Exit mobile version