এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা চাঁদপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সুমন হোসেন রেন্টুর বাড়ি থেকে চোরাই মালামাল জব্দ করেছে। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ দিয়েছে। যশোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ জাকির হোসেন তাকে এ দন্ডাদেশ দেন। দন্ডিত সুমন হোসেন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আজিজ মোল্যার ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমনের বাড়িতে চোরায় মালামাল রয়েছে সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নতুন টায়ার, ইজিবাইক ও অটো রিকসার ব্যাটারী ও মবিল জব্দ করা হয়। এসময় তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ১৫ দিনের জেল অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়া হয়েছে।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাঁদপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিলন কুমার মন্ডল, এএসআই গোলাম নবীসহ ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।