সাকিবের বাবা, ছেলে এমন কোনও অপরাধ করেনি

অনলাইন ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন সাকিব  কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।

সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। তবে বেশি ক্ষুব্ধ মাগুরাবাসী। একই সঙ্গে মর্মাহত সাকিব আল হাসানের পরিবারের সদস্যরা। এ ঘটনায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন  আমার ছেলে এমন কোনও অপরাধ করেনি। যে অপরাধে তাকে এমনভাবে নিষিদ্ধ করা হবে। আশা করি বিষয়টি পুণঃবিবেচনা করবে আইসিসি।
সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেন  এর চেয়ে হতাশার আর কিছু নেই। সাকিবকে নিয়ে আমাদের সব পরিকল্পনা ছিল। সাকিবের অভাব পূরণ হওয়ার নয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সাকিবকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিবকে পাশে রেখে বোর্ড সভাপতি আরও বলেন  বিসিবি সাকিবের পাশে থাকবে। শিগগিরই সে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরবে এবং দেশের হয়ে আরও অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *