উচ্চতা অনুযায়ী শরীরের ওজন কত থাকা উচিৎ

অনলাইন ডেস্ক: উচ্চতা অনুযায়ী শরীরের ওজনের একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। এর থেকে ওজন কমলেও সমস্যা, আবার বাড়লেও বিপদ। উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক কত হওয়া উচিত, তা না জেনে ওজন কমালে বা বাড়ালে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদর্শ ওজন নির্ণয়ের একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে ও উচ্চতা মিটারে মাপা হয়। ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগ ফলকেই বিএমআই (BMI) বলা হয়। বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে তা স্বাভাবিক বলে মনে করা হয়। এ বার জেনে নেওয়া যাক আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক কত হওয়া উচিত…

বিএমআই (BMI) চার্ট
উচ্চতা পুরুষ নারী
৪ ফুট ৭ ইঞ্চি ৩৯-৪৯ কিলোগ্রাম ৩৬-৪৬ কিলোগ্রাম
৪ ফুট ৮ ইঞ্চি ৪১-৫০ কিলোগ্রাম ৩৮-৪৮ কিলোগ্রাম
৪ ফুট ৯ ইঞ্চি ৪২-৫২ কিলোগ্রাম ৩৯–৫০ কিলোগ্রাম
৪ ফুট ১০ ইঞ্চি ৪৪-৫৪ কিলোগ্রাম ৪১–৫২ কিলোগ্রাম
৪ ফুট ১১ ইঞ্চি ৪৫-৫৬ কিলোগ্রাম ৪২-৫৩ কিলোগ্রাম
৫ ফুট ০ ইঞ্চি ৪৭-৫৮ কিলোগ্রাম ৪৩-৫৫ কিলোগ্রাম
৫ ফুট ১ ইঞ্চি ৪৮-৬০ কিলোগ্রাম ৪৫-৫৭ কিলোগ্রাম
৫ ফুট ২ ইঞ্চি ৫০-৬২ কিলোগ্রাম ৪৬-৫৯ কিলোগ্রাম
৫ ফুট ৩ ইঞ্চি ৫১-৬৪ কিলোগ্রাম ৪৮-৬১ কিলোগ্রাম
৫ ফুট ৪ ইঞ্চি ৫৩-৬৬ কিলোগ্রাম ৪৯-৬৩ কিলোগ্রাম
৫ ফুট ৫ ইঞ্চি ৫৫-৬৮ কিলোগ্রাম ৫১-৬৫ কিলোগ্রাম
৫ ফুট ৬ ইঞ্চি ৫৬-৭০ কিলোগ্রাম ৫৩-৬৭ কিলোগ্রাম
৫ ফুট ৭ ইঞ্চি ৫৮-৭২ কিলোগ্রাম ৫৪-৬৯ কিলোগ্রাম
৫ ফুট ৮ ইঞ্চি ৬০-৭৪ কিলোগ্রাম ৫৬-৭১ কিলোগ্রাম
৫ ফুট ৯ ইঞ্চি ৬২-৭৬ কিলোগ্রাম ৫৭-৭১ কিলোগ্রাম
৫ ফুট ১০ ইঞ্চি ৬৪-৭৯ কিলোগ্রাম ৫৯-৭৫ কিলোগ্রাম
৫ ফুট ১১ ইঞ্চি ৬৫-৮১ কিলোগ্রাম ৬১-৭৭ কিলোগ্রাম
৬ ফুট ০ ইঞ্চি ৬৭-৮৩ কিলোগ্রাম ৬৩-৮০ কিলোগ্রাম
৬ ফুট ১ ইঞ্চি ৬৯-৮৬ কিলোগ্রাম ৬৫-৮২ কিলোগ্রাম
৬ ফুট ২ ইঞ্চি ৭১-৮৮ কিলোগ্রাম ৬৭-৮৪ কিলোগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *