
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ২০ পিস (২ কেজি ৩শ” ৩৫) স্বর্ণের বারসহ নুরুল ইসলাম (৩২) নামেে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।
আটক নুরুল ইসলাম বেনাপোল পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের আকবর আলির ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এক লোকাল পরিবহনে তল্লাশি করে ২০ পিস (২ কেজি ৩শ” ৩৫) গ্রাম স্বর্ণবার সহ নুরুলকে আটক করা হয়। উক্ত স্বর্নের বারগুলো আসামীর পায়ের সাথে বিশেষ কায়দায় বাধা ছিল।
যার আনুমানিক সিজার মূল্য ১,১৬,৪৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল কর্নেল সেলিম রেজা জানান,
আটক আসামির নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।