চেয়ারম্যানকে টাকা দিয়ে বাড়ীর উঠানে সরকারি টিউবওয়েল বসানোর :অভিযোগ

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান নিছার আলীর বিরুদ্ধে সরকারি টিউবওয়েল নিয়ে নানা কারসাজির অভিযোগ উঠেছে।এমন কি সরকারি টিউবওয়েল গুলো টাকার বিনিময়ে স্থাপন করারও অভিযোগ এসেছে।বাঁকড়া মুকুন্দপুর আবুল কাশেম মোল্যার, শিমুলিয়ার জুয়েল হোসেন,শুকুরখোলার ওমর আলী দফাদার জানায়,১৫-২০জনের কাছ থেকে টাকা নিয়ে তাদের বাড়ীর ভীতর আর্সেনিকমুক্ত সরকারি টিউবওয়েল স্থাপন করার নির্দেশ দেন নিছার চেয়ারম্যান।এ বিষয়ে পরিষদের ইউ পি সদস্য আব্দুস সুবহান, ইউপি সদস্য গোলাম মোস্তফা,ইউপি সদস্য রমজান আলী,ইউপি সদস্য ফারুক হোসেন,ইউপি সদস্য আজগার আলী,ইউপি সদস্য সেলিম হোসেন তারা বলেন সরকারি বরাদ্দকৃত ৩২ টি আর্সেনিকমুক্ত টিউবওয়েল এসেছে বাঁকড়া ইউনিয়ন পরিষদে কিন্তু আমাদের না জানিয়ে চেয়ারম্যান নিছার আলী ২৫-৩০ হাজার টাকা করে নিয়ে তাদের বাড়িতে আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করিয়াছে।

আমাদের একটিও টিউবওয়েল দেয়নি।তারা এ বিষয়ে ঝিকরগাছা নির্বাহী কর্মকর্তা ও উ:স: প্রকাশলী কর্মকর্তার কাছে অভিযোগ করবে বলে জানান।এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মজর্তা কাছে ফোন দিলে তিনি বলেন সরকারি আর্সেনিকমিক্ত টিউবওয়েল ব্যাক্তিগত বাড়ীর প্রচীরেল ভীতরে স্থাপনের কোন নিময় নাই। এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত বেবস্থা নিবো।এ বিষয়ে জানার জন্য উপজেলা উপসহকারি প্রকাশলী অন্তরা সরকার কাফে ফোন দিলে তিনি বলেন সরকারি টিউবওয়েল বাড়ীর গেটের ভীতরে স্থাপনার কোন নিয়ম নাই। এ বিষয়ে আমরা কিছুই জানিনা চেয়ারম্যান নিছার আলী নিজ ইচ্ছায় এটা করেছে।আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।১১নং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলীর কাছে জানতে চাহিলে তিনি বলেন আমি এ বিষয়ে তেমব কিছু জানিনা। শিমুলিয়ার বি এন পি ইউ পি সদস্য ইসরাইকে দায়িক্ত দেওয়া ছিলো সে কি করেছে আমাকে এখন পযন্ত বলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *