Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

টুইটার রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। আর  ১৫ নভেম্বর এ সংক্রান্ত পূর্ণ বিবরণ প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

বুধবার (৩০ অক্টোবর) সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি বলেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত সম্পূর্ণ বিবরণী প্রস্তুত হয়ে যাবে।

তিনি আরও বলেন, যদিও ইন্টারনেট প্রচারণা বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অবিশ্বাস্যভাবে শক্তিশালী ও খুব কার্যকর। তবে এমনটা রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে আসে।

তাই সব ধরনের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভ্রান্তি কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের এ খবর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক শিবিরগুলোকে বিভক্ত করেছে।

Exit mobile version