বাংলাদেশ ইতিহাসের পাতায় ভারতকে হারিয়ে

খেলার খবর : বাংলাদেশ ইতিহাসের সাক্ষী হলো ভারতকে হারিয়ে ! রবিবার (৩ নভেম্বর) টিম ইন্ডিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয় পায় টাইগাররা! যা ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি জয়! আট ম্যাচে আটবারই বাংলাদেশকে হতাশ করে টিম ইন্ডিয়া! তবে নবম ম্যাচে ঠিক নিজেদের প্রথম জয় পায় মুশফিক-লিটনরা! তাও ভারতের মাটিতে।

টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের ৯৯৯তম ম্যাচ ছিল আজই। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ওই ম্যাচটি ব্রিস্টির কারণে বাতিল হয়।

আজ টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ! আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত! জবাব দিতে নেমে উত্তেজনাময় ম্যাচে ৭ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন মুশি।

অবশ্য এই জয়ে ওপেনার সৌম্য সরকারের অবদানও অনেক! শুরু থেকেই খেলা এসে মুশির সাথে জুটি গড়েন সৌম্য।  ৩৫ বলে ৩৯ রানের মূল্যবান ইনিংস খেলেন এই ওপেনার!

এছাড়া ক্যারিয়ারের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলেছেন তরুণ নাঈম শেখ! শুরুর দিকে তার ২৮ বলে ২৬ রানের ইনিংসটিও এই জয়ের বড় অবদান রাখে!

বাংলাদেশ ভারতের বিপক্ষে ২/৩ বা ৫ রানে অনেকে বারই হেরেছে! তবে এবার দেশকে হতাশ করেনি টাইগাররা। দায়িত্বশীল ব্যটিং- বোলিংয়ে জিততে সক্ষম হয়েছে বাংলাদেশ!

স্কোর কার্ড

ভারতঃ ১৪৮/৬
বাংলাদেশঃ ১৫৪/৩
ফলঃ বাংলাদেশ জয়ী ৭ উইকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *