আলোচনার প্রস্তাব ইমরানের, আল্টিমেটাম রাতেই শেষ হচ্ছে

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের দেওয়া আল্টিমেটামের সময় শেষ হচ্ছে রবিবার (৩ নভেম্বর) রাতেই। এমন পরিস্থিতিতে ইমরানের পক্ষ থেকে ফজলুর রহমানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার পারভেজ এলাহি। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ (৩ নভেম্বর) রাতেই অবস্থান ধর্মঘটের ডাক দিতে পারেন মাওলানা ফজলুর রহমান। তবে প্রধান বিরোধীদলগুলো অবস্থান ধর্মঘটের বিরোধিতা করেছেন।

নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণে কয়েক লাখ সমর্থককে নিয়ে লং মার্চ করে বৃহস্পতিবার করাচি থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ফজলুর রহমান। তখন থেকেই ইসলামাবাদে অবস্থান করছেন তারা।

এ দিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজধানীর বাণিজ্যিক এলাকা ও বিশেষ নিরাপত্তা জোন পাহারা দিতে বিশেষ বাহিনী ও আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে। এর আগে ইমরান খান বলেছেন, আন্দোলনকারীরা কিছুতেই তার পতন ঘটাতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *