Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

টিম ইন্ডিয়া ধরাশায়ী মুশফিকের কাছে

খেলার খবর : দিল্লিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ভারত যেন ছিল অজেয় একটি দলের নাম। সেই ভারতকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল বাংলাদেশ।

দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই রান করতে তিনি ৮টি চার ও এক ছক্কা হাঁকান।

দলের বিপদের জন্য বাইশগজে গিয়ে মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক। সেই নির্ভরতার প্রতীক তিনি আবারও মেলে ধরলেন দিল্লিতে। তাই তো বলা যায় মুশফিকের কাছে ধরাশায়ী টিম ইন্ডিয়া।

ম্যাচ শেষে তাই সেরার পুরস্কারও উঠলো মুশফিকের হাতে। সে সঙ্গে ইতিহাসের পাতায় জড়িয়ে গেলো মুশফিকের নাম।

তিন বছর আগে যিনি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়াকে পুল করতে গিয়ে আউট হয়ে খলনায়ক বনে গিয়েছিলেন, আজ তিন বছর পর সেই মুশফিক এবার নায়ক।

Exit mobile version