ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার বিকাল ৪ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্য়ালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্যাংক এশিয়া লি: যশোর ব্রাঞ্চের এফ, ডি, পি রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং জেলা পরিষদ সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, ব্যাংক এশিয়ার ক্রেডিট অফিসার মাহফুজুল হক জুয়েল, নড়াইল এরিয়া ম্যানেজার লিকু আহমেদসহ নাভারণ শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ব্যাংক এশিয়া এজেন্ট মেসার্স তানজীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোছা: আশুরা খাতুন বৃষ্টির প্রতি কৃতজ্ঞতা এবং এজেন্ট ব্যাংকিংয়ের উত্তর উত্তর সাফল্য কামনা সহ সঠিক সেবা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদেরকে প্রতি দিক নির্দশন আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে এসময় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।