একসঙ্গে দুই ঘূর্ণিঝড় আরব সাগরে ভয়ানক বিপদের লক্ষণ

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় ‘কিয়ার’ এখনও অবস্থান করছে আরব সাগরে। তার ওপর দাপট দেখাচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মহা’। ১৯৬৫ সালের পর একইসঙ্গে দুটি ঘূর্ণিঝড় আরব সাগরের বুকে এই প্রথম। গত ৫০ বছরের ইতিহাসে এমনটা দেখা যায়নি। এবার দুই ঘূর্ণিঝড় একসঙ্গে অবস্থান করায় মাঝেমধ্যেই গতিপথ বদলে যাচ্ছে ঝড়ের। ফলে দুই ঝড়ই এখনও পর্যন্ত সমুদ্রে বিরাজ করছে।

আরব সাগরে একসঙ্গে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়াকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কুফল হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। তাদের মতে পৃথিবীবাসীদের প্রতি এটি এক ভয়ানক বিপদ সঙ্কেত। পৃথিবীর জলবায়ু যে ভয়ানক ভাবে উলটপালট হয়ে গেছে তারই সাক্ষ্য বহন করছে আরব সাগরের এই ঘটনা।

সাধারণত আরব সাগরে সৃষ্ট ঝড়ের সংখ্যা বঙ্গোপসাগরের তুলনায় অনেক কম ছিলো। তবে সম্প্রতি আরব সাগরে আগের চেয়ে অনেক বেশি ঝড় হচ্ছে। ২০১৯ সালে আরব সাগরে এই নিয়ে মোটা চারটি ঘূর্ণিঝড় হয়েছে। বিশ্বের তাপমাত্রা বাড়ার ফলে পৃথিবীর জলবায়ু বদলে যাওয়ায় এমনটা ঘটছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ঘূর্ণিঝড় ‘কিয়ার’ সৃষ্টি হয়েছে ২৬ অক্টোবর। তবে ৩১ অক্টোবর সেটি দুর্বল হয়ে পড়লে এর একটা অংশ যুক্ত হয় ঘূর্ণিঝড় ‘মহা’র সঙ্গে। ফলে গত রবিবারের মধ্যেই ঘূর্ণিঝড় মহা আরো ভয়ানক রুপ ধারণ। ওমানে আঘাত হানার কথা ছিলো ঘূর্ণিঝড় ‘কিয়ার’ এর। কিন্তু সে সম্ভাবনা এখন আর নেই।

এদিকে, শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রুপ ধারন করে ঘূর্ণিঝড় ‘মহা’ ধেয়ে আসছে ভারতের দিকে। আগামীকাল বুধবার তা আছড়ে পড়তে পারে ভারতের গুজরাট উপকূলে।

আবহাওয়াবিদরা বলছেন, ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী অঞ্চলে। আবার অন্য একাংশের মতে গুজরাট সমুদ্রে ২০০ কিলোমিটার বেগে বইলেও, গুজরাটে আছড়ে পড়ার আগে শক্তি কমে যেতে পারে ‘মহা’র।

আরব সাগরে ১৪০ কিলোমিটার থেকে শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছিল ‘মহা’। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে যেতে যেতে এখন গুজরাট উপকূলের অদূরে অপেক্ষা করছে। এখন ‘মহা’ সরাসরি গুজরাট উপকূলে আছড়ে পড়লে গতিবেগ ২০০ কিলোমিটারই থাকবে। অন্যথায় তা ১০০ থেকে ১১০-এ নেমে আসতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছে, বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোররাতে আছড়ে পড়তে পারে সাইক্লোন ‘মহা’। এর প্রভাবে গুজরাট উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চলছে বৃষ্টিও।

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতের গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেরালা থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটের প্রশাসন তটস্থ ‘মহা’র মোকাবিলায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *