

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার ময়ামরী সীমান্ত পথে আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে বুধবার বিকেলে ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ভারত পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিপুর থানার ধুমবালু গ্রামের রাম পরিজাক চৌধুরী (৫৩) ও তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাবের কমান্ডার এএসপি আজমল হোসেন এক প্রেস রিলিজে জানান, র্যাবের অপারেশন দল প্রত্যন্ত সীমান্ত অঞ্চল ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী সীমান্তে অভিযান পরিচালনা করে বুধবার বিকেল ৪টায়।
এ সময় সন্দহজনক গতিবিধি লক্ষ্য করে এক দম্পতিকে আটক করা হয়। এ সময় অস্ত্র চোরাচালানের কথা স্বীকার করলে গ্রেপ্তার করা হয় পরিজাক ও তার স্ত্রী কলাবতিকে। তার কাছে থেকে উদ্ধার করা হয় পিস্তল, গুলি ও ম্যাগজিন।
এ বিষয়ে অবৈধ অনুপ্রবেশ ও আগ্নেয়াস্ত্র পাচার রোধ আইনে ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ভোলাহাট থানায় দুটি মামলা দায়ের করে র্যাব।