Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফেসবুকে সেলফি ভিডিও ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না

অনলাইন ডেস্ক : ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই ভুয়া নাম-পরিচয় বা তথ্য গোপন করে থাকেন। এবার তথ্য গোপনের বিষয়টি বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। অ্যাকাউন্ট ব্যবহারকারীদের আসল পরিচয় জানতে তাদের সেলফি ভিডিও সংগ্রহের পরিকল্পনা করেছে সোশ্যাল জায়ান্ট ফেসবুক।

এজন্য নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম তৈরির পাশাপাশি পরীক্ষা কার্যক্রমও শুরু করে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এই পদ্ধতি চালু হলে অ্যাকাউন্ট খোলার সময় বা সন্দেহভাজন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রকৃত তথ্য জানতে তাদের চেহারার বিভিন্ন দিকের কয়েক সেকেন্ডের সেলফি ভিডিও আপলোড করতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। ফেসবুক চালু থাকা অবস্থায়ই সেলফি ভিডিও ধারণ করে জমা দেওয়া যাবে, যা ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হবে। প্রসঙ্গত, ফেসবুক কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন পদ্ধতি পরখ করে দেখলেও কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

তথ্যসূত্র- ইন্টারনেট।

Exit mobile version