
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে আইসিটি আইনে দায়ের করা মামলায় পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে চলতি মাসের ২ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় কুষ্টিয়া শহরের এন এস রোড থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। তার মামলা নং ০২/০২-১১-২০১৯।
প্রসঙ্গত: ছাত্রলীগের পদ পেতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আর্থিক লেনদেন এবং একজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিতে আর্থিক লেনদেনের বিষয়ে দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে বিতর্কের মুখে পড়ে রাকিব। এরপর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বড় একটি অংশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল এবং সাধারণ সম্পাদক রাকিবকে বহিস্কারের দাবীতে আন্দোলন করে আসছিলো।
গত দুই মাসে বেশ কয়েকবার রাকিব ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেও বিদ্রোহীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাসে ঢুকতে না পেড়ে পালিয়ে যায়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.