Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিষাক্ত ধোঁয়া দিনে কত শরীরে ঢুকছে বলে দেবে এই অ্যাপ

অনলাইন ডেস্ক : শীতকালে দূষণের চাদরে ঢাকা পড়ে শহর থেকে গ্রাম। অজান্তেই ধোঁয়া গিলতে হচ্ছে আমাদের। বিষাক্ত ধোঁয়া গ্রাস করে সবসময়ই। চুলের থেকেও ছোট কণাতে ভরে গেছে বাতাস। যা চোখে ধরা দেয় না। যা সহজেই আমাদের ফুসফুসে বসতি গড়ে তুলতে পারে। যা এখন তার কঠর রুপ না দেখালেও, ভবিষ্যতে বিপদ আসন্ন।

তাই নিজের খেয়াল রাখতে ডাউনলোড করুন একটি ‌অ্যাপ। যেখানে দেখা যাবে কত বিষাক্ত ধোঁয়া ঢুকে পড়েছে আপনার শরীরের অন্দরমহলে। আপনি যেখানে বাস করেন তার চারপাশের বাতাসের গুণমানকে, ধূমপানে পরিমাণে সংখ্যায় রূপান্তরিত করবে।

অ্যাপের নাম, ‘Sh**t ! I Smoke’। যা অ্যাপেল ‌অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। টুইটারে অনেকেই অ্যাপে পাওয়া ফলাফলের সংখ্যা শেয়ার করেছেন। হেলথ এবং ফিটনেস ক্যাটাগরির অ্যাপস্টোরে পাওয়া যাবে এই অ্যাপ। এরই মধ্যে দশ হাজার ইউজার ডাউনলোড করেছেন এই অ্যাপ। তাই যদি আপনিও শরীর সম্পর্কে সচেতন হোন তাহলে এক নজরে দেখে নিতে পারেন এই অ্যাপ। এই অ্যাপ অন্যান্য অ্যাপের থেকে আপনাকে বেশি সাহায্য করতে পারে।

Exit mobile version