বরগুনা প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে রাত ৯টা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের পাশ দিয়ে) অতিক্রম শুরু করেছে। মধ্যরাতে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম ‘বুলবুলি’ রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, পটুয়াখালীর উপকূলের কলাপাড়া উপজেলার মানুষ যখন ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কে নিজ নিজ জানমাল রক্ষায় ব্যস্ত, তখন জন্ম নেয় এক শিশু। তার নাম এই ঝড়ের নামের সঙ্গে মিল রেখে ‘বুলবুলি আক্তার বন্যা’ রাখা হয়েছে।
শনিবার বেলা দেড়টার দিকে তার জন্ম হয়। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোল জুড়ে এসেছে ফুটফুটে এই কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক প্রধান শিক্ষকের বাড়িতে আশ্রয়ে রয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.