Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বেনা‌পোল কাস্টস হাউ‌জে দুর্ধর্ষ চু‌রির গুঞ্জন

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বেনা‌পোল কাস্টস হাউ‌জের গোপনীয় লকার ভে‌ঙ্গে স্বর্ণ, ডলার সহ মুল্যবান পন্য সামগ্রী চু‌রি হওয়ার গুঞ্জন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

সুত্র ম‌তে কাস্টমস হাউ‌জের পুরাতন ভব‌নের দ্বিতীয় তলায় কাস্টমস হাউ‌জের গোপনীয় লকার এর এক‌টি কক্ষ র‌য়ে‌ছে।‌ সেই  ক‌ক্ষে প্র‌বেশ করার পু‌র্বে সংঘবদ্ধ চোর চক্র সি‌সি ক্যা‌মেরার তার কে‌টে দেয়। এরপর সেখান থে‌কে মুল্যবান পন্য সামগ্রী নি‌য়ে গে‌ছে ব‌লে সুত্র‌টি দা‌বি ক‌রে। ওই লকা‌রে কাস্টমস, কাস্টমস শুল্ক গো‌য়েন্দা,বি‌জি‌বি ও পু‌লি‌শের উদ্ধারকৃত স্বর্ণ, ডলার বৈ‌দে‌শিক মুদ্রা সহ মুল্যবান দ‌লিল ছিল।ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে।

এ ব্যাপা‌রে বেনা‌পোল কাস্টস এর সহকারী ক‌মিশনার উত্তম চাকমা ব‌লেন, ক‌মিশনার ম‌হোদয় ঢাকা থে‌কে আস‌লে লকার খোলা হ‌বে।

আপনারা অ‌পেক্ষা করুন স‌ঠিক তথ্য প্রদান করা হ‌বে।
স্থানীয়রা  ব‌লেন নি‌চ্ছিদ্র নিরাপত্তার ম‌ধ্যে চু‌রি সংঘ‌টিত হওয়া‌ নাটক ছাড়া অন্য কিছু নয়।
Exit mobile version