খুলনা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার রূপসা উপজেলায় ১৮০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
আটককৃত মাদক কারবারিরা হলো- রূপসা থানাধীন বাগমারা গ্রামের মহিদুলের বাড়ির ভাড়াটিয়া মোসা. পান্না বেগম ও মো. আতিউর রহমান। তারা উভয়ে দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা থানাধীন বাগমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সত্যতা স্বীকার করে র্যার-৬-এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি মো. তোফাজ্জল হোসেন জানান মঙ্গলবার দুপুর ১টার দিকে র্যাবের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে রূপসা থানাধীন বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৮০ পিস ইয়াবাসহ পান্না বেগম ও আতিউর রহমানকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.