Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় একজনের যাবজ্জীবন মাদক মামলায়

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মাদক মামলায় আক্কাছ আলী (৪২) এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ আদালতের। আজ বুধবার দুপুর ১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আক্কাছ মেহেরপুর গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত. মোস্তফা আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ অক্টোবর বেলা ৩টায় কুষ্টিয়া শহর বাইপাস সড়কের মিনাপাড়া গ্রামে র‌্যাবের অভিযানে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হন আক্কাছ আলী। এঘটনায় র‌্যাব-১২, সিপিসি-১এ জেসিও মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

Exit mobile version