Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সতর্ক করবে ক্রোম ওয়েবসাইট ধীরগতি?

অনলাইন ডেস্ক :ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে এবার ধীরগতির ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করবে ক্রোম ব্রাউজার। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা কোনো সাইটের ঠিকানা লিখে সার্চ করলেই সেই সাইটটি লোড হতে দেরি করে কি না, যাচাই করবে ব্রাউজারটি। যদি দেরি করে তবে সাইটটির ওয়েব ঠিকানার আগে বিশেষ চিহ্ন প্রদর্শন করা হবে। ফলে ব্যবহারকারীরা কোনো সাইটে প্রবেশের আগেই সেটির ক্ষতি সম্পর্কে জানতে পারবে।

সব কিছু ঠিক থাকলে অল্প কিছু দিনের মধ্যেই এ সুবিধা মিলবে। সম্প্রতি অনিরাপদ ওয়েবসাইট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক বার্তা পাঠানোর ফিচার চালু করেছে ক্রোম ব্রাউজার। এ জন্য বিভিন্ন সাইটটির ওয়েব ঠিকানার আগে নট সিকিউর লেখাও প্রদর্শন করে ব্রাউজারটি।

সূত্র : ইন্টারনেট

Exit mobile version