বাংলাদেশ হারল ওমানের কাছে ৪-১ গোলে

খেলার খবর : ২০২২ বিশ্বকাপ ও এফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধে লড়াই সমানে সমান। গোলশূন্য সমতায় স্বস্তি নিয়ে বিরতিতে যাওয়া। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বস্তি উবে গেলো গোল হজম করে। ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে হারল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৮ মিনিটে মহসিন আল খালিদীর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তার ঠিক বিশ মিনিট পর ব্যবধান দ্বিগুন করে ওমান। এবার গোলদাতা রাবিয়া সাইদ। দলের হয়ে ৭৮ মিনিটে তৃতীয় গোল ওমানের আর্শাদ অল আলাওয়ির। ৮৯ মিনিটে ওমানের পক্ষে শেষ গোল করেন ইয়াসীন আল-শেয়াদি।

প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে। যদিও বাংলাদেশের পক্ষে ৮১ মিনিটে একটি গোল পরিশোধ করেন বিপুল আহমেদ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ঠিক রাত ৯টায় ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলা টিভি। আগের তিন ম্যাচের মতো আজও বাংলাদেশের প্রথম একাদশে কোনো পরিবর্তন নেই।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। ভারতের সঙ্গে ড্র করে আসা আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। ৩ পয়েন্ট নিয়ে ভারত চতুর্থ। ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ।

নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ২৬ মার্চে আফগানিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। প্রথম পর্বে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল দল।

ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে ওমান। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪, ওমান আছে ৮৪তে। ওমানের বিপক্ষে এর আগে কেবল একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে সেই ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা। তবে আগের চেয়ে ওমান যে শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। ই গ্রুপে কাতারের পরই তাদের অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *