ভোলা প্রতিনিধি : চরফ্যাশন টু শশীভূষণ থানা সড়কে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী মারাত্মক জখম হয়। আহত শাহীন মাতবরকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিক্যালে পাঠান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পানির কল নামক স্থানে সড়কের মাইল স্টনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মাদ্রাজ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবী ফরাজীর ছেলে এমরান ফরাজী শশীভূষণ থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশন যাচ্ছিলেন। পানির কলের দক্ষিণের মোড়ে সড়কের মাইল স্টনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে পড়ে মারাত্মক জখম হয়। আহত দুইজনকে চরফ্যাশন হাসপাতালে নিলে ডাক্তার এমরান ফরাজীকে মৃত ঘোষণা করেন।
এ সময় চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের শাহীন মাতবর (৫০) গুরুতর আহত হয়। তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহতের জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। শশীভূষণ থানার ওসি তদন্ত মো. হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।