
কুষ্টিয়া (কুমারখালী) প্রতিনিধি : পেঁয়াজ সংকট এখন বাংলাদেশের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সংকট নিরসনে প্রশাসন ইতিমধ্যে নড়েচরে বসেছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতির কারনে মোবাইল কোর্ট পরিচালনা করে পেঁয়াজ মজুদের বৈধ কাগজপত্র না থাকায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার দুপুরে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম শ্মশান ঘাট বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম খান ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে শালঘর মধুয়ার শ্রী জীবন কুমার ও গাউছুল আজমকে জরিমানা ধার্য ও আদায় করেন।