পিয়াজ ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট

ন্যাশনাল ডেস্ক : চুয়াডাঙ্গায় পিয়াজের পাইকারি আড়তে অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি হচ্ছে-এমন অভিযোগে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ হয়েছেন দুই ম্যাজিস্ট্রেট। এছাড়াও ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক।

শনিবার দুপুরে জেলা শহরের নিচের বাজারের পাইকারি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, এসএম শাফায়েত ও তৌহিদুর রহমান তপু।
জানা যায়, অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার খুচরা ও পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এডিসি সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। এসময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এরপর পরই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজিত ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে ধাক্কাধাক্কি করতে থাকে।

এসময় অভিযানে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে উত্তেজিত ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করে।
এ দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় ব্যবসায়ীরা হামলা চালায় এসএম শাফায়েত নামে স্থানীয় এক সংবাদকর্মীর ওপর। মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তার মোবাইল ফোন।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও সাংবাদিকদের উদ্ধার করে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীরা যে ঘটনা ঘটিয়েছে তা ন্যক্কারজনক। অবশ্যই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *