কুষ্টিয়ায় বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিঃ পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার, শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প-কলকারখানা গুলিকে আরও আধুনিকয়ান করে গড়ে তোলা হচ্ছে। তিনি বেকাররত্ব দুরিকরনের লক্ষ্যে বিত্তবানদের প্রতি নিজ জেলায় শিল্প-কলকারখানা বৃদ্ধির আহবান জানান।
রবিবার দুপুরে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কার্যালয় এক মতবিনিময় সভায় একথা বলেন।
এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি শহরের কাস্টমস মোড়স্থ নির্মানাধীন বিআরবি’র আধুনিক হসপিটাল এবং বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহান, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, এমডি সামসুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিআরবি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *