ম্যাসকট সৌরভের হাতে তুলে দিল বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকিট

খেলার খবর : গোলাপি আভায় সবুজ উইকেট ইডেনে। প্রথম দিন-রাতের টেস্টের আগে ইঙ্গিত সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের। বাংলাদেশ-ভারতের এই পিচ থেকে সুবিধা পাবেন পেসার এবং স্পিনাররা। এরমধ্যেই শনিবার গোলাপি বেলুনে সেজেছে সিএবি। পিঙ্ক টেস্টের ম্যাসকট পিঙ্কু ও টিঙ্কু আজ, রবিবার ইডেনে টেস্টের প্রথম টিকিট তুলে দিল বোর্ড সভাপতি সৌরভের হাতে।

ভরদুপুরে আলো জ্বলছে ইডেনে। শনিবার ইন্দোরে টেস্ট ম্যাচ শেষ হয়ে যেতেই যুদ্ধ শুরু কলকাতায়। ঘূর্ণিঝড় বুলবুল যেন একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে সিএবির পিচ কিউরেটর সুজনকে। তাতেও অবশ্য তৈরি তিনি। তাই সেন্ট্রাল পিচে শুরু রোলার চালানোর কাজ। ভারতীয় দল থেকে সিএবি সবার কাছেই এখন ধাঁধা এসজি’র পিঙ্ক বল। দলীপ ট্রফির ফাইনাল হলেও ইডেনে এখন তা পরীক্ষিত নয়। তাতেও ইঙ্গিত গোলাপি আভায় সবুজ উইকেটের।
এদিনই গোলাপি বেলুন উড়ল ইডেনে। বাইরে তখন কাউন্টার টিকিট বিক্রি নিয়ে ধোঁয়াশা। অনলাইনে ইতিমধ্যেই তিন দিনের টিকিট শেষ হয়েছে। কত টিকিট কাউন্টারে থাকবে, তা নিয়ে প্রশ্ন সিএবির ভিতরেই ?

শুধু ইডেন নয়, গোলাপি টেস্ট ঘিরে সাজতে শুরু করেছে কলকাতাও।

এদিকে বাংলাদেশ-ভারতের টেস্টের টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে। কেন কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে না, এই দাবি তুলে শনিবার সিএবির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক জন ক্রিকেটভক্ত।

সিএবি কর্তারা জানিয়েছেন, প্রথম তিন দিনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে। বাকি যা টিকিট রয়েছে তা কাউন্টারে বিক্রির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *