শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার লবণ কেনার হিড়িক পড়েছে। সোমবার রাত নয়টা থেকে পাইকারি ও খুচরা দোকানগুলোতে ক্রেতারা লবণ কেনার জন্য ভিড় করছেন।
রাতে শহরের পাইকারি মার্কেট সেন্ট্রাল সড়কে গিয়ে দেখা যায়, মেসার্স বিজয় কুমার দেবের দোকান থেকে মৌলভীবাজারের নিজামউদ্দিন ৩৭৫০ কেজী লবণ কিনে নিচ্ছেন। এছাড়া শহরের রহমানিয়া স্টোরের মালিক জানান, সন্ধ্যার পর থেকে তিনি ১০০ কেজি লবণ বিক্রি করেছেন। ইসলাম স্টোরের মালিক মিছবাউর ইমলাম বলেন, তিনি দুই ঘণ্টায় ৭৫ কেজি লবণ বিক্রি করেছেন।
উপজেলার পশ্চিম ভাড়াউড়ার মুদি দোকানদার আরিফিন মিয়া বলেন, লবণের দাম বেড়েছে শুনে তিনি রাতেই ২৫ কেজি কিনে রেখেছেন।
সুনিল দেব নাথ বলেন, প্রথম এক দোকনে একশ টাকা কেজী দাম চেয়েছে। পরে অন্য দোকান থেকে ২০ টাকা কেজির মোল্লা লবণ ২৫ টাকা করে দুই কেজি কিনেছেন।
এদিকে, লবণের দাম বৃদ্ধির এই গুজব মোকাবিলায় রাতেই পাইকারি বাজার সেন্ট্রাল সড়কে পুলিশ পর্যবেক্ষণ শুরু হয়েছে। ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এগুলো গুজব, আমরা পাইকারি ব্যবসায়ী ও লবণের কোম্পানির সাথে কথা বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা মাঠে কাজ করছি।