Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভূমিকম্প ভারত-নেপাল সীমান্তে

অনলাইন ডেস্ক : ভারত সীমান্তে নেপালের একটি বনাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালসহ ভারতের কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভারত সীমান্তে নেপালের একটি বনাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এই ভূমিকম্পে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের খাপতাদ ন্যাশনাল পার্কে। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১ দশমিক ৩ কিলোমিটার নিচে।

ভূমিকম্পের পর ভারত বা নেপাল থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ২০১৫ সালে নেপালে মারাত্মক ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষ মারা যায়। এছাড়া দেশটির অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়।

Exit mobile version