কঠোর ব্যবস্থা লবণ নিয়ে গুজব ছড়ালে

ন্যাশনাল ডেস্ক : লবণের বিষয়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ কথা বলা হয়েছে। ইতোমধ্যে দেশে লবণ সংকট দেখা দেবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারণাও চালানো হচ্ছে। সারা দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে লবণের দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। লবণের সংকটের কথা ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টার মধ্যে এই প্রেস নোট জারি করল সরকার।

প্রেস নোটে বলা হয়েছে, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়াচ্ছে। সম্প্রতি দেশে লবণ নিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হয়েছে যে দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী ডিসেম্বর মাসেই দেশে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে। বর্তমান মজুদের সঙ্গে যোগ হবে নতুন উৎপাদিত লবণ। দেশে লবণের কোনো ঘাটতি নেই বা এমন কোনো সংকটের সম্ভাবনাও নেই। আপনারা লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না।

এতে বলা হয়েছে, লবণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *