ন্যাশনাল ডেস্ক : আজ বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
নতুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মঙ্গলবার সকালে এই ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনটি বলছে, লাইট লাইসেন্স দিয়ে ভারি গাড়ি চালানো যায় না। কিন্তু ভারি গাড়ি চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না। লাইট লাইসেন্স দিয়ে ভারি গাড়ি চালাতে গেলেই জরিমানা করা হচ্ছে ২৫ হাজার টাকা। এই টাকা একজন শ্রমিক কীভাবে দিবে ? তাই চালকরা গাড়ি চালাবেন না।
ট্রাক-ড্রাইভার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু হবে।