Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

“পঞ্চ মহাভুত” শিরোনামে কুষ্টিয়ায় চারুশিল্পীদের নিয়ে দ্বাদশ ক্র্যাক আন্তর্জাতিক ক্যাম্প

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:“পঞ্চ মহাভুত”শিরোনামে কুষ্টিয়ায় দেশী বিদেশী চারু শিল্পীদের নিয়ে দ্বাদশ বারের মত ক্র্যাক আন্তর্জাতিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, আফগানস্থান, ইউএসএ, অষ্ট্রেলিয়া সহ মোট ৭টি দেশের ২০ জন নবীন চারূশিল্পী অংশ নেন। এ উপলক্ষ্যে শহরতলীর রহিমপুরে নবীন-প্রবীন শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়।প্রচলিত ধরনার থেকে কুষ্টিয়ার এই আর্ট ক্যাম্পটির প্রকৃতি কিছুটা ভিন্ন। শহরের বাইরে রহিমপুরে একেবারেই গ্রামীণ নিরিবিলি পরিবেশে এই আর্ট ক্যাম্পের মূল প্রতিপাদ্য “পঞ্চ মহাভুত”। ক্র্যাক ট্রাষ্টের আয়োজনে এখানে ছিল আধ্যাত্মবাদ এর সাথে শিল্পের সমন্বয় সাধন করার নিরলস প্রচেষ্টা। ক্যাম্পের শিল্পীরা প্রধানত ইন্সটলেশন, ক্রাফট, পারফরমেন্স নিয়ে কাজ করছেন। শিল্প নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে স্থানীয় নানান উপাদান ও পারিপার্শিক প্রতিবেশ। স্থানীয় পরিবেশের সাথে সমন্বিত ভাবে শিল্প চর্চার ধারাকে সামনে এগিয়ে নিতেই ছিল এই আয়োজন। এতে অংশ নিয়ে দেশী বিদেশী শিল্পীরা খুশি। আর্ট ক্যাম্পে শিল্পীদের শিল্পকর্মের মাধ্যমে প্রকৃতির সৃষ্টি রহস্য ফুটে উঠেছে। তাদের অধিকাংশের কাজেই স্থান পেয়েছে প্রকৃতি রক্ষার কথা। এসব ভিন্নধর্মী শিল্প প্রদশর্নী দেখে আনন্দে উদ্বেলীত এলাকার সংস্কৃতিমনা মানুষ। আয়োজকরা বলছেন, কুষ্টিয়ার শিল্প সংস্কৃতির সাথে এই আর্ট ক্যাম্পের উদ্যোগের একটি সম্পর্ক রয়েছে। এই আয়েজনের মাধ্যমে সৃষ্টিশিল মানুষদের একে অপরের সাথে সম্পর্ক গড়ে উঠছে। স্থানটি পরিণত হয়েছে শুভবোধের মানুষের মিলন মেলায়। শিল্প জীবনেরই একটি অংশ। জটিল এই প্রক্রিয়াটি সংস্কৃতির প্রতিটি মাধ্যমের ভেতরে রয়েছে নিবীঢ় সম্পর্ক। জ্ঞান ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করতে অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলেই আসবে এর স্বার্থকতা।

Exit mobile version