Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল

ন্যাশনাল ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটির ২৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন পেয়েছেন। লুপ লাইনের ত্রুটির কারণে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসন কমিটির মতে, সিগন্যাল দেওয়ার পর ‘স্টকলাইন বা মেইন রেলপলথ’ ও ‘ট্যাং রেল’ দুটি লক বা একসঙ্গে যুক্ত থাকার কথা থাকলেও মাঝখানে যথেষ্ট ফাঁকা ছিল। এ কারণে দ্রুতগামী ট্রেনটির ইঞ্জিন বা বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়। ফাঁকা না থাকলে লাইনচ্যুত হয়ে হয়তো দুর্ঘটনা ঘটত না। এতে বলা হয় সিগন্যালে ‘গ্রিন’ দেখানো হলেও বাস্তবের সঙ্গে মিল না থাকায় ট্রেনটি মেইন লাইনে না গিয়ে লুপ লাইনে ঢুকে দুর্ঘটনায় পড়ে।

গত ১৪ নভেম্বর দুপুরে ঢাকা-রংপুরগামী রংপুর আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি উল্লাপাড়া স্টেশনে লাইনচুত্য হয়। ইঞ্জিন ও এসি বগিতে প্রথমে আগুন ধরে পরে ছড়িয়ে যায় আরো তিনটি সাধারণ বগিতে। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ২৫ জন আহত হন।

Exit mobile version