হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইলে ক্লিক করলেই সর্বনাশ

অনলাইন ডেস্ক : মেলওয়্যারযুক্ত ভিডিও ফাইলে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে বিনিময় করা সব বার্তা বা ছবি সংগ্রহ করছে হ্যাকাররা। ডিভাইসের নিয়ন্ত্রণও চলে যাচ্ছে তাদের দখলে। শুধু তা-ই নয়, গোপনে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তাদের বন্ধুদের কাছেও পাঠানো হচ্ছে মেলওয়্যারযুক্ত ভিডিও ফাইল। ফলে অন্যরাও সাইবার হামলার কবলে পড়ছে। হোয়াটসঅ্যাপে থাকা কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে এমনটি করছে সাইবার অপরাধীরা।

আইওএস, অ্যানড্রয়েড বা উইন্ডোজে চলা ডিভাইসে এমনটি ঘটছে। বিষয়টি স্বীকার করে দ্রুত নিরাপত্তা আপডেট আনার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান ফেইসবুক। সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পাশাপাশি অপরিচিতদের পাঠানো ছবিতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে তারা।

সূত্র : ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *