অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের পেসার মোহাম্মদ শামির সংগ্রহ ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার ডেল স্টেন বলে দিয়েছেন- এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেস বোলার শামিই।
টাইগারদের বিপক্ষে দিন-রাতের ঐতিহাসিক টেস্টের আগে শামি জানালেন, ব্যাটসম্যানকে বিভ্রত করার জন্যই তিনি ঘনঘন লেংথ পরিবর্তন করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেছেন, ‘উইকেট কেমন আচরণ করছে, সেটা বোলারদের খেয়াল রাখা উচিত। যখন দেখি উইকেট মন্থর, ব্যাটসম্যান স্বচ্ছন্দে খেলতে পারছে না, তখনই বারবার লেংথ বদলাই ওদের বিভ্রত করার জন্য।